তব, শান্তি-অরুণ- শান্ত-করুণ
কণক কিরণ পরশে,
জাগে প্রভাত হৃদি-মন্দিরে,
চরণে নমিয়া হরষে!
আরতি উঠে বাজিয়া ধীরে,
সৌরভ ছুটে মৃদু-সমীরে,
প্রেম-কমল হাসে,
ভাসে শান্ত মরম সরসে।
সংশয়, দ্বিধা, তর্ক দ্বন্দ্ব,
দূরে যায়, বিমলানন্দ,
পানে জ্ঞান নয়ন সফল,
প্রীতি-অশ্রু বরষে!

Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন