তোমার কাছে চাই নে আমি
অবসর।
আমি         গান শোনাব গানের পর।
বাইরে হোথায় দ্বারের কাছে
কাজের লোকে দাঁড়িয়ে আছে,
আশা ছেড়ে যাক-না ফিরে
আপন ঘর।
আমি     গান শোনাব গানের পর।
জানি না এর কোন্‌টা ভালো কোন্‌টা নয়।
জানি না কে কোন্‌টা রাখে কোন্‌টা লয়।
চলবে হৃদয় তোমার পানে
শুধু আপন চলার গানে,
ঝরার সুখে ঝরবে সুরের
এ নির্ঝর।
আমি        গান শোনাব গানের পর।

বুদ্ধগয়া, ২৪ আশ্বিন, ১৩২১

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর