আমার বোঝা এতই করি ভারী–
তোমার ভার যে বইতে নাহি পারি।
আমারি নাম সকল গায়ে লিখা,
হয় নি পরা তব নামের টিকা–
তাই তো আমায় দ্বার ছাড়ে না দ্বারী।
আমার ঘরে আমিই শুধু থাকি,
তোমার ঘরে লও আমারে ডাকি।
বাঁচিয়ে রাখি যা-কিছু মোরে আছে
তার ভাবনায় প্রাণ তো নাহি বাঁচে–
সব যেন মোর তোমার কাছে হারি।

শান্তিনিকেতন, ১৫ আশ্বিন, ১৩২১

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর