দুটি বোন তারা হেসে যায় কেন 
            যায় যবে জল আনতে ? 
দেখেছি কি তারা পথিক কোথায় 
            দাঁড়িয়ে পথের প্রান্তে ? 
     ছায়ায় নিবিড় বনে 
     যে আছে আঁধার কোণে 
তারে যে কখন কটাক্ষে চায় 
     কিছু তো পারি নে জানতে । 
            দুটি বোন তারা হেসে যায় কেন 
                        যায় যবে জল আনতে ? 
দুটি বোন তারা করে কানাকানি 
            কী না জানি জল্পনা ! 
গুঞ্জনধ্বনি দূর হতে শুনি , 
            কী গোপন মন্ত্রণা ! 
     আসে যবে এইখানে                   
     চায় দোঁহে দোঁহাপানে , 
কাহা র ও মনের কোনো কথা তারা 
     করেছে কি কল্পনা ? 
দুটি বোন তারা করে কানাকানি 
       কী না জানি জল্পনা ! 
  
এইখানে এসে ঘট হতে কেন 
      জল উঠে উচ্ছলি ? 
চপল চক্ষে তরল তারকা 
      কেন উঠে উজ্জ্বলি ? 
     যেতে যেতে নদীপথে 
     জেনেছ কি কোনোমতে 
কাছে কোথা এক আকুল হৃদয় 
     দুলে উঠে চঞ্চলি ? 
এইখানে এসে ঘট হতে জল 
            কেন উঠে উচ্ছলি ? 
  
দুটি বোন তারা হেসে যায় কেন 
     যায় যবে জল আনতে ? 
বটের ছায়ায় কেহ কি তাদের 
        পড়েছে চোখের প্রান্তে ? 
        কৌতুকে কেন ধায় 
     সচকিত দ্রুত পায় ? 
কলসে কাঁকন ঝলকি ঝনকি 
       ভোলায় রে দিক্‌ভ্রান্তে । 
দুটি বোন তারা হেসে যায় কেন 
               যায় যবে জল আনতে ? 
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর