তোমার তরে সবাই মোরে 
       করছে দোষী 
       হে প্রেয়সী ! 
বলছে—কবি তোমার ছবি 
       আঁকছে গানে , 
প্রণয়গীতি গাচ্ছে নিতি 
       তোমার কানে , 
নেশায় মেতে ছন্দে গেঁথে 
       তুচ্ছ কথা 
ঢাকছে শেষে বাংলাদেশে         
       উচ্চ কথা । 
তোমার তরে সবাই মোরে 
       করছে দোষী 
       হে প্রেয়সী ! 
  
সে কলঙ্ক নিন্দাপঙ্ক 
       তিলক টানি 
       এলেম রানী ! 
ফেলুক মুছি হাস্যশুচি 
       তোমার লোচন 
বিশ্বসুদ্ধ যতেক ক্রুদ্ধ 
       সমালোচন । 
অনুরক্ত তব ভক্ত 
        নিন্দিতেরে 
করো রক্ষে শীতল বক্ষে 
       বাহুর ঘেরে । 
  
তাই কলঙ্কে নিন্দাপঙ্কে 
       তিলক টানি 
       এলেম রানী । 

আমি নাবব মহাকাব্য— 
       সংরচনে 
       ছিল মনে— 
ঠেকল যখন তোমার কাঁকন— 
       কিংকিণীতে , 
কল্পনাটি গেল ফাটি 
       হাজার গীতে । 
মহাকাব্য সেই অভাব্য     
       দুর্ঘটনায় 
পায়ের কাছে ছড়িয়ে আছে 
       কণায় কণায় । 
  
আমি নাবব মহাকাব্য— 
       সংরচনে 
       ছিল মনে । 
  
হায় রে কোথা যুদ্ধকথা 
       হৈল গত 
       স্বপ্নমত ! 
পুরাণচিত্র বীরচরিত্র 
       অষ্ট সর্গ 
কৈল খণ্ড তোমার চণ্ড 
       নয়ন - খড়্‌গ । 
রইল মাত্র দিবারাত্র 
       প্রেমের প্রলাপ , 
দিলেম ফেলে ভাবীকেলে 
       কীর্তিকলাপ । 
  
হায় রে কোথা যুদ্ধকথা 
       হৈল গত 
       স্বপ্নমত ! 

সেসব - ক্ষতি - পূরণ প্রতি 
       দৃষ্টি রাখি 
       হরিণ - আঁখি ! 
লোকের মনে সিংহাসনে             
       নাইকো দাবি— 
তোমার মনোগৃহের কোনো 
        দাও তো চাবি । 
মরার পরে চাই নে ওরে 
       অমর হতে , 
অমর হব আঁখির তব 
       সুধার স্রোতে । 
  
খ্যাতির ক্ষতি - পূরণ প্রতি 
       দৃষ্টি রাখি 
       হরিণ - আঁখি ! 
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর