কালা সাদা হলদে বাদামী নানা রঙের মানুষ
শিশু বৃদ্ধ যুবক যুবতী
দেশে দেশে
যারা পাখির চেয়েও বড় প্রতীক্ষার নীড় বাঁধে
জনক জননী সন্তান সন্ততি-কে নিয়ে

তাদের আমি দেখতে পৃথিবীর সব দেশে
রুশ ভারত চীন আমেরিকা মিশর পাকিস্তান
                                        কংগো কিউবা
যেখানে যখন একটি সদ্যোজাত শিশুর কান্না শুনি
অথবা প্রেমিক প্রেমিকার মৃদু গুঞ্জনে অনুভব করি
                                একটি রাত ভোর হচ্ছে
তাদের আমি দেখতে পাই


অন্ধকারের মধ্যে ক্রমেই স্পষ্ট হচ্ছে।    আর
                                তখনই তাদের মুখে
আমার নিজের নাম শুনতে পাই
বুঝতে পারি আমিও একজন মানুষ, পবিত্র
                                        এবং নিরপরাধ॥

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়