রক্তের ফোঁটাগুলি একটু একটু ক’রে
জমতে জমতে
এখন একটা প্রকাণ্ড মহাদেশ।


আমি উত্তরে, দক্ষিণে
পূবে, পশ্চিমে
যেদিকে তাকাই
দেখি হাজার হাজার
লাল পতাকার মতো
রক্তমাখা মানুষের মুখ
ঊর্ধ্বে আন্দোলিত হচ্ছে।


যেখানেই মানুষের লড়াই
সেখানেই জহ্লাদের খড়্গ,
যেখানেই দেয়ালের লেখা
আগুনের মতো গরম
সেখানেই পথ হাঁটার রাস্তাগুলি
মানুষের রক্তে পিচ্ছিল।


জহ্লাদেরা জানে না
তারা চোখ রাঙিয়ে
আমাদের প্রতিজ্ঞাগুলিকেই
ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে।

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়