এ লড়াই মৃত্যুর সঙ্গে মানুষের
আর হার-জিত দুটো কথাই যখন অভিধানে রয়েছে
বিনা যুদ্ধে কেউ কাউকে মাটি ছেড়ে দেবে না |

শুধু ডাক্তার আর নার্সরাই নন
যাদের নামের পিছনে মৃত্যুর পরোয়ানা ঝুলছে
তারাও জানে, এখানে পিছন-হটার কোনো কারন নেই |
মৃত্যুকে হটিয়ে দেবার কঠিন সংকল্প নিয়ে
তারাও এখানকার মাটিতে, ঘাসে, পায়ের ছাপ রেখে যায় |
কেউ কেউ বাড়ি ফেরে না, কিন্তু যারা ফেরে, তাদের
কণ্ঠে আমরা শুনতে পাই নবজীবনের গান |



Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়