হেই বক্তৃতা বাবু!  তুই হুই শহরের সাততলা বাড়ী থেকে
নামলি মাচায়, এলি গাড়ী চড়ে মিটিং করতে
আমাদের শরীরের কালো রঙ সাবান মাখিয়ে ফর্সা করতে,আমাদের
                 ছেলেমেয়েদের ভালো,সভ্যকরতে ;
এলি যেন লাটসাহেবের নাতি! বক্তৃতা দিয়ে যাবিও সেখানে---
কল টিপলেই জল পড়ে। ঘর আলো হয় ঘুটঘুটে কালো রাতে;
আবার বিজলি পাখাও ঘোরে- বক্তৃতা দিয়ে শরীরে যদি ঘাম
                  লাগে তোর, বক্তৃতা বাবু!
তুই বড় ভালো ছেলে। আমাদের জন্য কত যে খাটিস-পিটিস!
কেবল ঘরের বিজলী পাখাটা বন্ধ হলেই মেজাজ গরম;
জলকে বরফ করার যন্ত্র-সেটাও বিকল!
তুই না রাজার বেটা! রেশনে চাল ছেড়ে দিয়ে খাস বাসমতী চাল-
তবু আমাদের জন্য রাত্রে ঘুমাস না তুই ; আহারে সোনার বাবু!

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়