শান্তি,ওঁ শান্তি! তুমি সর্বত্র বিরাজো
পশ্চিম বাংলার পীঠস্থানে ।
আহা! সম্রাটের মহিমায় তুমি সাজো
যা অশান্তি, অবাধ্যতা তোমার চরণতলে পিষ্ট করতে যুগ সন্ধিক্ষণে !
আমাদের সন্তানের মুন্ডুহীন ধড়গুলি তোমার কল্যাণে ঘোর
                            লোহিত পাহাড় ;
আমরা সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গাইব উলঙ্গের স্বদেশ-বন্দনা ;
‘শান্তি, ওঁ শান্তি! তুমি কি বাহার সেজেছ বাহার’
আ মরি পশ্চিম-বাংলা ! তোর রক্তে স্বদেশের নিরাপত্তা,ঘরে ঘরে
                            সোনার আলপনা !

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়