অণু-জীবনী

ঘুমে ড়ুব দেব, ওপরে কচুরিপানা
আজ রাত্তিরে স্বপ্ন দেখায় মানা

গিয়েছি ভ্রমণে, সূর্য মেরেছে বান
অনেক কাহিনী দিনমানে খান খান

পাতালে প্রবাস যৌবন উৎসবে
একলা এসেছি একলাই যেতে হবে

অলীক নগরী, ভুল মানুষের ভাষা
মনোলোকে তর্জনী তোলে দুর্বাশা

যা ছিল হরিৎ হয়ে গেল পাংশুটে
ক্ষুধার অন্ন পিঁপড়ের খায় খুঁটে

ক্ষুধার কথাটি সাঙ্গ হল না বলা
রঙ্গ মায়ায় এ রূপ ছলাকলা

সারা জীবনের সঞ্চয় সঙ্গতি
সাদা পৃষ্ঠার সঙ্গে প্রবল রতি

<

Sunil Gangapadhyay।। সুনীল গঙ্গোপাধ্যায়