ময়নার মা ময়নামতী
        ময়না তোমার কই?
ময়না গেছে কুটুমবাড়ী
        গাছের ডালে ওই।

কুটুম কুটুম কুটুম
নামটি তার ভুতুম
আঁধার রাতের চৌকিদার
        দিনে বলে শুতুম।

ময়না গেছে কুটুমবাড়ী
        আনতে গেছে কী?
চোখগুলো তার ছানাবড়া
        চৌকিদারের ঝি।

ভুতুম কিন্তু লোক ভালো
মা লক্ষ্মীর বাহন কিনা
লক্ষ টাকার ঘর আলো।

গয়না দেবে শাড়ী দেবে
সাত মহলা বাড়ী দেবে
মস্ত মোটর গাড়ী দেবে
সোনা কাহন কাহন।

ভুতুম মলে ময়না হবে
মা লক্ষ্মীর বাহন।

Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়