গাছ ছিল ডাল ছিল
কাক ছিল তাল ছিল
কাক বলে, কা কা
পড়ে যা! পড়ে যা!
ঢিপ করে তাল গেল পড়ে।

কাকের কী কেরামতি
সবাই অবাক অতি
ডাক ছেড়ে কাকটাই
তালটাকে ধরাশায়ী
করল কী মন্ত্রের জোরে!

তাল ছিল লাল ছিল
ফোলা ফোলা গাল ছিল
তাল বলে, হা হা
উড়ে যা! উড়ে যা!
ফস্ করে কাক গেল উড়ে!

তালের কী কুদরতি
সবাই অবাক অতি
তাক করে তালটাই
ডালপানে তোলে হাই
তূক করে তাড়ায় শত্তুরে!

Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়