আমায়   মুক্তি যদি দাও বাঁধন খুলে
          আমি      তোমার বাঁধন নেব তুলে ॥
যে পথে ধাই নিরবধি   সে পথ আমার ঘোচে যদি
          যাব     তোমার মাঝে পথের ভুলে ॥
                   যদি নেবাও ঘরের আলো
          তোমার     কালো আঁধার বাসব ভালো।
তীর যদি আর না যায় দেখা   তোমার আমি হব একা
                   দিশাহারা সেই অকূলে ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর