আজকে মোরে বোলো না কাজ করতে,
          যাব আমি দেখাশোনার নেপথ্যে আজ সরতে
                       ক্ষণিক মরণ মরতে॥
          অচিন কূলে পাড়ি দেব,  আলোকলোকে জন্ম নেব,
              মরণরসে অলখঝোরায় প্রাণের কলস ভরতে॥
                  অনেক কালের কান্নাহাসির ছায়া
                    ধরুক সাঁঝের রঙিন মেঘের মায়া।
           আজকে নাহয় একটি বেলা    ছাড়ব মাটির দেহের খেলা,
                    গানের দেশে যাব উড়ে সুরের দেহ ধরতে॥ 
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর