আঁধার এল ব’লে
         তাই তো ঘরে উঠল আলো জ্বলে॥
              ভুলেছিলেম দিনে,    রাতে নিলেম চিনে–
           জেনেছি কার লীলা আমার বক্ষোদোলার দোলে॥
        ঘুমহারা মোর বনে
      বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে।
              যখন সকল শব্দ    হয়েছে নিস্তব্ধ
           বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোলে॥ 
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর