চলি গো, চলি গো, যাই গো চলে।
            পথের প্রদীপ জ্বলে গো গগনতলে॥
       বাজিয়ে চলি পথের বাঁশি,    ছড়িয়ে চলি চলার হাসি,
            রঙিন বসন উড়িয়ে চলি জলে স্থলে॥
            পথিক ভুবন ভালোবাসে পথিকজনে রে।
            এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে।
       চলার পথের আগে আগে   ঋতুর ঋতুর সোহাগ জাগে,
            চরণ-ঘায়ে মরণ মরে পলে পলে॥ 
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর