ওই      অমল হাতে   রজনী প্রাতে   আপনি জ্বালো
          এই তো আলো--  এই তো আলো ॥
এই তো প্রভাত, এই তো আকাশ,  এই তো পূজার পুষ্পবিকাশ,
          এই তো বিমল, এই তো মধুর,এই তো ভালো--
              এই তো আলো-- এই তো আলো ॥
          আঁধার মেঘের বক্ষে জেগে আপনি জ্বালো
              এই তো আলো-- এই তো আলো।
          এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা,   এই তো দুখের অগ্নিমালা,
          এই তো মুক্তি, এই তো দীপ্তি,   এই তো ভালো--
              এই তো আলো-- এই তো আলো ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর