আমার    বেলা যে যায় সাঁঝ-বেলাতে
    তোমার    সুরে সুরে সুর মেলাতে॥
একতারাটির একটি তারে     গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে    হার মেনেছি এই খেলাতে
    তোমার    সুরে সুরে সুর মেলাতে॥
            এ তার বাঁধা কাছের সুরে,
            ঐ বাঁশি যে বাজে দূরে।
গানের লীলার সেই কিনারে    যোগ দিতে কি সবাই পারে
    বিশ্বহৃদয়্পারাবারে   রাগরাগিণীর জাল ফেলাতে—
         তোমার    সুরে সুরে সুর মেলাতে?।

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর