খুলে দে তরণী, খুলে দে তোরা,         স্রোত বহে যায় যে।
মন্দ মন্দ অঙ্গেভঙ্গে        নাচিছে তরঙ্গ রঙ্গে--এই বেলা খুলে দে॥
   ভাঙিয়ে ফেলেছি হাল,  বাতাসে পুরেছে পাল,
       স্রোতোমুখে প্রাণ মন    যাক ভেসে যাক--
           যে যাবি আমার সাথে    এই বেলা আয় রে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর