ওগো জলের রানী,
ঢেউ দিয়ো না, দিয়ো না ঢেউ দিয়ো না গো–
আমি যে ভয় মানি।
কখন তুমি শান্তগভীর, কখন্‌ টলোমলো–
কখন্‌ আঁখি অধীর হাস্যমদির,কখন্‌ ছলোছলো–
কিছুই নাহি জানি।
যাও কোথা যাও, কোথা যাও যে চঞ্চলি।
লও গো ব্যাকুল বকুলবনের মুকুল-অঞ্জলি।
দখিন-হাওয়ায় বনে বনে জাগল মরোমরো–
বুকের ‘পরে পুলক-ভরে কাঁপুক থরোথরো
সুনীল আঁচলখানি।
হাওয়ার দুলালী,
নাচের তালে তালে শ্যামল কুলের মন ভুলালি!
ওগো অরুণ আলোর মানিক-মালা দোলাব ওই স্রোতে,
দেব হাতে গোপন রাতে আঁধার গগন হতে
তারার ছায়া আনি॥

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর