ও জলের রানী,
ঘাটে বাঁধা একশো ডিঙি--জোয়ার আসে থেমে,
বাতাস ওঠে দখিন-মুখে। ও জলের রানী,
        ও তোর          ঢেউয়ের নাচন নেচে দে--
ঢেউগুলো সব লুটিয়ে পড়ুক     বাঁশির সুরে কালো-ফণী॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর