এতদিন পরে, সখী, সত্য সে কি হেথা ফিরে এল।
দীনবেশে ম্লানমুকে কেমনে অভাগিনী
যাবে তার কাছে সখী রে।
শরীর হয়েছে ক্ষীণ, নয়ন জ্যোতিহীন–
সবই গেছে কিছু নাই– রূপ নাই, হাসি নাই–
সুখ নাই, আশা নাই — সে আমি আর আমি নাই–
না যদি চেনে সে মোরে তা হলে কী হবে॥

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর