আমার    কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে,
সে যে    বাসা বাঁধে নীরব মনের কুলায়ে॥
     মেঘের দিনে শ্রাবণ মাসে    যূথীবনের দীর্ঘশ্বাসে
     আমার-প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে॥
          যখন    শরৎ কাঁপে শিউলিফুলের হরষে
          নয়ন    ভরে যে সেই গোপন গানের পরশে।
গভীর রাতে কী সুর লাগায়    আধো-ঘুমে আধো-জাগায়,
আমার    স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর