হে নবীনা,
প্রতিদিনের পথের ধুলায় যায় না চিনা॥
    শুনি বাণী ভাসে    বসন্তবাতাসে,
প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীনা॥
    স্বপনে দাও ধরা    কী কৌতুকে ভরা।
    কোন্‌ অলকার ফুলে    মালা গাঁথ চুলে,
কোন্‌ অজানা সুরে    বিজনে বাজাও বীণা॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর