হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা।
দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥
     এসেছিলে দ্বিধাভরে
          কিছু বুঝি চাবার তরে,
     নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা।
জানালে না গানের ভাষায় এনেছিলে যে প্রত্যাশা।
শাখার আগায় বসল পাখি, ভুলে গেল বাঁধতে বাসা।
     দেখা হল, হয় নি চেনা--
          প্রশ্ন ছিল, শুধালে না--
     আপন মনের আকাঙক্ষারে আপনি কেন করলে হেলা ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর