কে উঠে ডাকি    মম    বক্ষোনীড়ে থাকি
করুণ মধুর অধীর তানে    বিরহবিধুর পাখি॥
     নিবিড় ছায়া গহন মায়া,   পল্লবঘন নির্জন বন--
     শান্ত পবনে কুঞ্জভবনে   কে জাগে একাকী॥
যামিনী বিভোরা   নিদ্রাঘনঘোরা--
ঘন তমালশাখা   নিদ্রাঞ্জন-মাখা।
              স্তিমিত তারা চেতনহারা,   পাণ্ডু গগন তন্দ্রামগন
              চন্দ্র শ্রান্ত দিকভ্রান্ত   নিদ্রালস-আঁখি।
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর