কার      চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন,
তাই    কেমন হয়ে আছিস সারাক্ষণ॥
     হাসি যে তাই অশ্রুভরে নোওয়া,
     ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁওয়া,
          ভাষায় যে তোর সুরের আবরণ॥
তোর     পরানে কোন্‌ পরশমণির খেলা,
তাই    হৃদ্‌গগনে সোনার মেঘের মেলা।
     দিনের স্রোতে তাই তো পলকগুলি
     ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি,
          কালোয় আলোয় কাঁপে আঁখির কোণ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর