আজ   আসবে শ্যাম গোকুলে ফিরে।
              আবার   বাজবে বাঁশি যমুনাতীরে
              আমরা কী করব।   কী বেশ ধরব।
              কী মালা পড়ব।   বাঁচব কি মরব সুখে।
              কী তারে বলব !    কথা কি রবে মুখে।
              শুধু তার   মুখপানে চেয়ে চেয়ে
                    দাঁড়ায়ে   ভাসব নয়ননীরে।।
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর