দেশ কাওয়ালি

ঘুমায়েছে ফুল পথের ধুলায়, (ওগো)
জাগিয়ো না উহারে ঘুমাইতে দাও।
বনের পাখি ধীরে গাহো গান,
দখিনা হাওয়া ধীরে ধীরে বয়ে যাও॥
এখনও শুকায়নি চোখে তার জল,
এখনও অধরে হাসি ছলছল;
প্রভাত-রবি শুকায়ো না তায়,
ধীরে কিরণে তাহারই নয়নে চাও॥
সামলে পথিক ফেলিয়ো চরণ –
ঝরেছে হেথায় ফুলের জীবন,
ভুলিয়া দোলো না ঝরা পাতাগুলি –
ফুল-সমাধি থাকিতে পারে হেথাও॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম