আরবি (নৃত্যের) সুর কাহারবা

চমকে চমকে ধীর ভীরু পায়
পল্লিবালিকা বন-পথে যায়।
একেলা বন-পথে যায়॥
শাড়ি তার কাঁটা-লতায়,
জড়িয়ে জড়িয়ে যায়,
পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে –
যেন তার তনুর পরশ চায়॥
শিরীষের পাতায় নূপুর,
বাজে তার ঝুমুর ঝুমুর,
কুসুম ঝরিয়া মরিতে চাহে তার কবরীতে,
পাখি গায় পাতার ঝরোকায়॥
চাহি তার ওই নয়নে
হরিণী লুকায় বনে,
হাতে তার কাঁকন হতে মাধবী লতা কাঁদে,
ভ্রমরা কুন্তলে লুকায়॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম