বকুল, বকুল, বকুল
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী
'সামনে রিফুকর্ম চলছে,
পিছন দিকে রাস্তা বন্ধ।'
এই, ওরা কী যা-তা বলছে!
বকুল, তোমার বুকের গন্ধ
এই অবেলায় মনে পড়ে।
এই অবেলায় বকুল ঝরে
শ্যামবাজারে, ধর্মতলায়,
এবং আমরা তাকেই ধরছি
ফাঁদ পেতে চৌষট্টিকলায়।
এবং আমরা রাস্তাঘাটে
ফুটপাথে আর গড়ের মাঠে
কুড়িয়ে নিচ্ছি ছেলেবেলা।
'সন্ধ্যারাতে এ কোন খেলা?'
এই, ওরা কী যা-তা বলছে!
মাথার মধ্যে ফুলের গন্ধ।
সামনে সেলাই-ফোঁড়াই চলছে,
পিছন দিকে রাস্তা বন্ধ।
বকুল, বকুল, বকুল - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
- Details
- Nirendranath Chakravarty ।। নীরেন্দ্রনাথ চক্রবর্তী
- কবিতার বিষয়
- Category: বিবিধ কবিতা
- Read Time: 1 min
- Hits: 833