যে শান্তি গৃহের কোণে স্নেহ স্নিগ্ধ ছায়া
মেলি' রচে ধরাতলে অমরার মায়া,
পরিজন প্রীতিপুষ্প অম্লান সৌরভে
ভরি' দেয় এ-জীবন আনন্দ-গৌরবে,
দিন হ'তে দিনান্তের অনাহত গতি
নীরবে তটিনী-সম খোঁজে পরিণতি
অন্তহীন প্রশান্ত সে কোন সিন্ধুবুকে---,
সে নহে আমার লাগি' |
                  নিয়ত সম্মুখে
বৈশাখ ঝটিকা যবে দুর্নিবার বেগে
বারি-বজ্র-অগ্নিগর্ভ ঘনকৃষ্ণ মেঘে
হেলায় ভাসায়ে চলে --- আসন্ন ঝটিকা
বক্ষে করি' তবু জ্বলে যেই দীপশিখা
তারি চিত্তে শঙ্কাকুল সেই শান্তি-সম
শান্তিতে ভরিয়া যাক এ জীবন মম |
                                                                          

Humayun Kabir ।। হুমায়ুন কবির