পাহাড় না হলে
 পারবে কী নদী বহাতে!
 নদী না বহালে
 বন্যা ভাসাবে কি দিয়ে ?
 ঝােড়াে মেঘ তার বজ্রবাণী কি শােনাবে
 বেড়া দিয়ে শুধু
 হৃদয় রাখলে বাধিয়ে ?
 
 উচ্ছেদ করাে
 অরণ্য যদি হারাবার,
 অতলে ডােবার
 সাগর কোথাও না থাকে, 
 নিরাপদ দিন রাত্রিরা
 কভু দেবে কি,
 অজগর বাধা
 যে সুধা লুকিয়ে রাখে?
 কিন্তু সঙ্কট-শিখর সুগম
 কোরাে না,
 কটি অরণ্য থাক মৃত্যুকে
 খোঁচাবার।
 শহর ছাড়াও
 বাঁধানাে রাস্তা বাড়িয়ে,
 সে রাস্তা নয়
 প্রাণের সনদ ঘােচাবার।

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র