একটি ভীষণ না-থাকাকে সঙ্গে নিয়ে আমি প্রতি রাত্তিরে ঘুমোতে যাই;

ঘুমোই, ঘুম থেকে উঠি, কলঘরে যাই — না-থাকাটি সঙ্গে থাকে।

 

দিনের হই চই শুরু হয়ে যায় দিনের শুরুতেই,

একশ একটা লোকের সঙ্গে ওঠাবসা–

এই কর সেই করর দৌড়োদৌড়ি–

লেখালেখি–

এ কাগজ পাচ্ছি তো ও কাগজ গেল কই!

হাটবাজার, খাওয়াখাদ্যি, সব কিছুর মধ্যে ওই না-থাকাটি থাকে।

 

সন্ধ্যেবেলা থিয়েটারে

রেস্তোরাঁ বা ক্যাফের আড্ডার হুল্লোড়ে, হাসিতে

এ বাড়িতে ও বাড়িতে অভিনন্দনে, আনন্দে

ছাদে বসে থাকায়, বসে চাঁদ দেখায়

দেখে চুমু খাওয়ায়,

নিভৃতে থাকে, না-থাকাটি থাকে।

 

যখন ভেঙে আসি,

বই গড়িয়ে পড়েছে, চশমাটিও–

হেলে পড়া শরীরটিকে আলতো ছুঁয়ে

মাঝরাত্তিরে চুলে বিলি কেটে কেটে না-থাকাটি বলে,

‘মা গো, বড় ক্লান্ত তুমি, এবার ঘুমোতে যাও।’

Taslima Nasrin ।। তসলিমা নাসরিন