বত্রিশ বছর আগে একবার আমার ঠোটে

 

একজন আমাকে চুম্বন করেছিল

এবং

আরো বত্রিশ বছর আগে

আমার প্রথম জন্মদিনে ঠিক একই জায়গায়

তিলের পাশে আমার বাবা

চুম্বন করেছিলেন।

আমার এখন ৬৫, ছেলে আমেরিকা

মেয়ে মাসে একবার দেখা করে যায়

১৩ নম্বর ঘরে।

মাত্র দুটো চুম্বন। দুটোই দারুণ।

আমি প্রতিদিন কাগজ পড়ি। খোঁজ রাখি পৃথিবীর।

আর অপেক্ষা করি ছেলে আমেরিকা থেকে

ঝাড় খেয়ে ফিরে এসে আমাকে জড়িয়ে ধরবে

জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে।

হ্যাঁ, আমি মা, খোকন রে আমি এখনও তোর মা।

Subodh Sarkar ।। সুবোধ সরকার