আমার দু:খের দিন তথাগত
আমার সুখের দিন ভাসমান
এমন বৃষ্টির দিন পথে পথে
আমার মৃত্যুর দিন মনে পড়ে।
আবার সুখের মাঠ জলভরা
আবার দু:খের ধান ভরে যায়
এমন বৃষ্টির দিন মনে পড়ে
আমার জন্মের কোনো শেষ নেই।
বৃষ্টি - শঙ্খ ঘোষ
- Details
- Shankha Ghosh ।। শঙ্খ ঘোষ
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 2818