বাড়ি| গাড়ি| অঢেল টাকা |
প্রাচুর্য আজ দিয়েছে ঢাকা |
সাবেকের সেই দৈন্য |
স্বয়ং যেতে হয় না জেলে |
ফেললে কড়ি বাজারে মেলে
লড়াই করার সৈন্য |
দল পাকিয়ে ছেলেবুড়োয়
গাছের খায়, তলার কুড়োয় |
ওদের মাফপ সাতখুন |
বেঁচে থাকুক সর্বহারা |
যমের বাড়ি পাঠাও, যারা
জোঁকের মুখে দেয় নুন |
কেডা রে - সুভাষ মুখোপাধ্যায়
- Details
- Subhash Mukhopadhyay ।। সুভাষ মুখোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 762