কেউ নয়ন মুদে দেখে আলো,
কেউ দেখে আঁধার,
কেউ বলে, ভাই, এক হাটু জল,
কেউ বলে সাঁতার।।
কেউ বলে, ভাই, এলাম দেখে
কেউ বলে, ভাই মলাম ডেকে।
কোন্ শাস্ত্রে কি রকম লেখে;
তত্ত্ব পাওয়া ভার।।
কেউ বলে, সে পরম দয়াল,
কেউ বলে, সে বিষয় ভয়াল;
কেউ বলে সে ডাকলে আসে
কেউ কয় নির্বিকার।
কেউ বলে, সে গুণাতীত,
কেউ বলে, সে গুণান্বিত,
কেউ বলে আধেয়,
কেউ নয়ন মুদে দেখে আলো
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 964