আজি দীন নয়ন সজল করুণ, কেন রে পরাণ কাঁদে-
লুটাইয়া অবসাদে?
সোনার স্বপন ভাঙ্গিল নিয়তি নিঠুর চরণাঘাতে!
মরমের কোণে লুকাইল আশ,
কোরকে ঝরিল কুসুম সুবাস,
তপ্তবেদনা বহিয়া, বাতাস
মুরছি পড়ে বিষাদে!
অন্ধ তিমির উজলি কিরণে,
আনি জাগরণ সুপ্ত নয়নে,
উদলি অরুণ পূর্ব-গগনে,
ডুবে গেল পরভাতে!
দেখরে জ্ঞান-সাগর যাত্রী,
উষার তোদের আসিল রাত্রি;
কে আর অকূলে লয়ে যাবে তরী-
কে আর যাইবে সাথে?

Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন