সম্পদের কোলে বসাইয়ে হরি,
আমি, সুখের মাঝে তোমায় ভূলে থাকি,
মত্ত হয়ে সদা পুত্র পরিবারে;
আমি ধুয়ে মুছে ফেলি তোমার নাম গন্ধ,
নিলাজ হৃদয় ভেঙ্গে সব লও;
আমার বাধাগুলো নিয়ে, অভয় চরণ
সুখ দিয়ে এ পরীক্ষে।
অমনি দুখ দিয়ে দাও শিক্ষে।
ধন-রত্নমনি-মাণিক্যে;
মজে তার চাকচিক্যে।
দুখ দিয়ে দাও দীক্ষে।
আর ভিক্ষার ঝুলি দাও ভিক্ষে।।
সম্পদের কোলে বসাইয়ে হরি
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 367