(রাগিণী বাগেশ্বরী বাহার, তাল মধ্যমানের ঠেকা)

সরোজরাজে কে বিরাজে ? করেতে বীণা,
কে ও নবীনা,  ত্রিভঙ্গিমা সাজে ?   | ধ্রু |

          তোটক ছন্দ

অয়ি বাণি ! তবানিশমং ঘ্রিযুগং |
করবাণি নতিং শতকোটি যুগং ||
শিব-বিষ্ণু-বিরিঞ্চি-বিচিন্ত্য-পদং |
মদনায়, বিতর মোক্ষপদং  ||



           
প্রার্থনা
         
    
পয়ার

ওগো বাণি ! শিবানি ! তোমার শ্রীচরণে |
স্থান দান কর মাগো  ! এই দীন জনে ||
না জানি জননী !  কিছু তব স্তুতিবাদ |
তবু মোর মতি স্তুতি-বাদে করে সাদ ||
আদি কবি বিধি যদি, নিরবধি ভণে |
তথাপি অসাধ্য তাঁর, অত্যুক্তি করণে ||
যে বলিবে যেই বাক্য, তুমি যদি তাই !
সুতরাং অত্যুক্তি-প্রসক্তি আর নাই ||
অতএব তোমার, যেমন যারে দয়া |
সেই রূপ সে বলিবে,  ওগো মহামায়া  !
ইথে এই দীন যদি,  অসঙ্গত বলে  |
দোষ না লইবা রাঙ্গা চরণ যুগলে ||
যে পদ নীরজরজ, কণা মাত্র পেয়ে |
বিধি ব্যাস বিখ্যাত,  জগতে কবি হ’য়ে ||
যত বল বুদ্ধি বল, সব ও চরণ |
নতুবা কোথায় হবে. বাক্যের স্ফূরণ ?
অতএব দীন প্রতি, হৈও না কৃপণা |
মদনে প্রদান কর. পদধূলি কণা ||

Madan Mohan Tarkalankar ।। মদনমোহন তর্কালঙ্কার