ওই বধির যবনিকা ভুলিয়া, মোরে প্রভু,
দেখাও তব চির-আলোক লোক।
ওপারে সবই ভালো, কেবল সুখ-আলো
এপারে সবই ব্যথা, আঁধার শোক।
মাঝে দুস্তর কঠিন অন্তর,
শান্ত পথিকের বলিছে, সর সর
ওই তোরণ পাদদেশে পিপাসাতুর এসে
ফিরে কি যাবে লয়ে চির বিয়োগ?
ওই নিঠুর অর্গল, করুণ শুভ করে,
মুক্ত করি দেহ আতুর দীন তরে,
পিপাসা দিলে তুমি, তুমি তুমিই দিলে ক্ষুধা;
তোমরি কাছে কাছে শান্তি সুখ-সুধা,
পাবে, অধীর ব্যাকুলতা, তোমাতে সফলতা
হউক তব সনে অমৃত যোগ।
ওই বধির যবনিকা ভুলিয়া
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 553