ওগো কবি তুমি আপন ভোলা,

আনিলে তুমি নিথর জলে ঢেউয়ের দোলা!

মালাখানি নিয়ে মোর

একী বাঁধিলে অলখ ডোর!

নিবেদিত প্রাণে গোপনে তোমার কী সুর

তোলা!

জেনেছ তো তুমি অজানা প্রাণের

নীরব কথা।

তোমার বাণীতে আমার মনের

এ ব্যাকুলতা—

পেয়েছ কী তুমি সাঁঝের বেলাতে;

যখন ছিলাম কাজের খেলাতে

তখন কি তুমি এসেছিলে—

ছিল দুয়ার খোলা॥

Sukanta Bhattacharya ।। সুকান্ত ভট্টাচার্য