মানুষের মানে চাই—
       ----গোটা মানুষের মানে !
       রক্ত, মাংস, হাড়, মেদ, মজ্জা,
       ক্ষুধা, তৃষ্ণা, লোভ, কাম, হিংসা সমেত---
       গোটা মানুষের মানে চাই |
       মানুষ সব-কিছুর মানে খুঁজে হয়রান হ’ল—
এবার চাই মানুষের মানে--- নইলে যে সৃষ্টির ব্যাখ্যা হয় না !
এই নিখিল-রচনার অর্থ মানুষের অর্থকে
                                       আশ্রয় করে’ আছে যে-- !
       তাই, তোমারও মানে চাই আর আমার |
দূর নীহারিকায় নব নক্ষত্র যে জন্মলাভ করছে
                                       সেই অর্থের ভরসায় !
               সে অর্থ কি মাটিতে লুটিয়ে চলে ?
মানুষের মানে কি কাফ্রী-ক্রীতদাস ? ---হারেমের খোজা ?
মানুষের মুখ চেয়ে যে পৃথিবীর এই অক্লান্ত আবর্ত্তন !
তার অর্থ কি হিংস্র নখরাঘাতে সৃষ্টি বিদারণ করে’ চলে
                  রক্ত লোলুপতার অভিযানে ?
মানুষের মানে কি ল্যাংড়া তৈমুর ?---হূণ আত্তিলা ?
               মানুষের মানে কি শুধু বুদ্ধ ? – শুধু খৃষ্ট ?
               তবু কাফ্রী-ক্রীতদাসও ত মানুষ—
মানবীর গর্ভ হতেই তৈমুরের জন্ম, বুদ্ধ খৃষ্ট দেবতা ছিলেন না |
মানুষ কি তাঁর সৃষ্টির মাঝে বিধাতার নিজের জিজ্ঞাসা ?
তাই কি মহাকালের পাতায় তার অর্থ কেবলি লেখা আর
                                            মোছা চলছে ?

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র