পোকাটা দেওয়ালে
       নোংরা প্রাণের ফোঁটা,
কামনার চেয়ে কড়া তেষ্টায়
       মোহিনী আলোর পলকের শুধু
              হবে জ্বলন্ত জার
সরীসৃপটা ঘৃণ্য ঠাণ্ডা হিংসে ,--
              বিদ্রূপ-কণা-রসনা গুটিয়ে
              ওৎ-পাতা সংহার !

কি হবে হৃদয়, কি হবে ?
রুদ্ধশ্বাস মুহূর্তে গোনা
               শেষ হবে কি পরাভবে ?

পোকা টিকটিকি দুই-এর মামলা দুনিয়ায় |
কার হয়ে বলো লড়বে ?
কে আসামী কে যে বাদী না বুঝেই
কত ওকালতি করবে !
কালোয় সাদায় আলোয় ছায়ায়
নক্সা সাজাতে স্বখাত মায়ার
               কাটাকাটি ঢের করলে |
গহন গভীরে ডুব দিলে কত
তুহিন শিখরে চড়লে |
মানে তবু কিছু পেলে না |
হ্যাঁ-এর  না-এর মনগড়া আঁক
           গোঁজামিল ছাড়া মেলে না !

কে জানে, বুঝি বা পোকা টিকটিকি
                       দুই নয় |
পর্দাটা ঠেলে উঁকি দেবে কত,
           মজেই দেখানো অভিনয় !

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র