কল্য ছিলেন টেরোরিস্ট্
অদ্য তাঁরাই ট্যুরিস্ট্ ;
দিল্লী থেকে জিতে আনলেন
‘হিপ্ হিপ্ হুরিস্ট্’ ---

একটি করে তামার পাত।
কারণ তাদের লম্বা হাত . . .
হাতের চেটোয় গোপালের মা
দিয়েছে সুরসুরিস্ট্।

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়