যে নারী পূরায় বাঞ্ছা অন্তরযামিনী
             তাহারে প্রণাম |
সে নয় বিভবলুব্ধা সামান্য কামিনী
              তাহারে প্রণাম |
ঊর্ধ্ব হতে বর্ষে সুখ কল্পতরু প্রায়
স্বর্গ হতে পারিজাত শিয়রে ঝরায়
আপনি লুকায়ে থাকে সলজ্জ দামিনী
              তাহারে প্রণাম |
সহস্র বর্ষের তপে সে ক্ষণিকপ্রভা
              ক্ষণকাল ঊরে
চঞ্চলা লক্ষ্মী সে আনে বৈকুন্ঠের শোভা
              প্রেমিকের পুরে |
দিয়ে যায় যুগান্তের প্রার্থিত দর্শন
নিঃস্বের করামলকে দুর্বহ কাঞ্চন
আপনারে দিয়ে যায় সুচির দুর্লভা
              ক্ষণযুগ জুড়ে |
অসহ্য সৌভাগ্য দিলে অমর্ত্য বল্লভা
              মনোবাঞ্ছা পূরে |
যে লক্ষ্মী কামনাযজ্ঞে সহিতগামিনী
              তাহারে প্রণাম |
নূতন তপস্যা দানি’ সহস্র বর্ষের
সমাপন করি’ যায় ক্ষণিক হর্ষের
গুন্ঠন টানিয়া নেয় নিষ্ঠুরা স্বামিনী
               তাহারে প্রণাম |
কোথা সে লুকায়ে যায় ক্ষণসৌদামিনী
               তাহারে প্রণাম |
প্রণাম - অন্নদাশঙ্কর রায়
- Details
 - Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়
 - কবিতার বিষয়
 - Category: অন্নদাশঙ্কর রায়ের কবিতা
 - Read Time: 1 min
 - Hits: 164