সৌন্দর্য রচনা করি, একমনে থাকি গৃহকোণে
আমার কিসের দায় ? কেন যাই কুরুক্ষেত্র মাঝে
অর্জুনসারথি হতে ? সে ভূমিকা আমায় না সাজে |
জয় সেও পরাজয়,  মন বলে,  মতি নাহি শোনে |

বাইরে সঙ্কট, বুঝি | তার চেয়ে অন্তরে সঙ্কট |
মন চায় স্থির হয়ে সুষমার দীপখানি জ্বালা
যাতে কিছু লজ্জা পায় কুশ্রীতার অন্ধ মাতোয়ালা |
মতি চায় ছুটে যেতে জোয়ানে জোয়ানে যেথা জট |
এ সঙ্কটে আয়ু যায় | কোথায় হয়েছি উপনীত ?
প্রশ্ন করি আপনারে | চেয়ে দেখি রচনার পানে |
কল্পনায় যা রয়েছে আজো ভূমি পায়নি সেখানে
অন্তঃসত্ত্ব বসে আছি দশ মাস কবে যে অতীত |
বাইরে সঙ্কট বাড়ে | শুনি কালচক্রের ঘর্ষণ
আমি আছি, তবু নেই ! এই আজ জীবনদর্শন |

Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়