পুষ্প দিয়ে মারো যারে চিনল না সে মরণকে।
      বাণ খেয়ে যে পড়ে সে যে ধরে তোমার চরণকে॥
        সবার নিচে ধুলার ’পরে    ফেলো যারে মৃত্যুশরে
        সে যে তোমার কোলে পড়ে, ভয় কি বা তার পড়নকে ?।
           আরামে যার আঘাত ঢাকা, কলঙ্ক যার সুগন্ধ,
           নয়ন মেলে দেখল না সে রুদ্র মুখের আনন্দ।
              মজল না সে চোখের জলে,  পৌঁছল না চরণতলে,
              তিলে তিলে পলে পলে ম’ল যেজন পালঙ্কে॥ 
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর